Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

এস-৪০০ ও মার্কিন প্যাট্রিয়টের আদলে ক্ষেপণাস্ত্র বানাবে তুরস্ক

দেড় হাজার কোটি ডলার ছাড়িয়েছে তুরস্কের এমঅ্যান্ডএ চুক্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

চলতি বছর তুরস্কের প্রকাশিত একত্রীকরণ ও অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) চুক্তির আর্থিক মূল্য প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলার। অপ্রকাশিতসহ এ চুক্তির মোট মূল্য প্রায় ১ হাজার ৫৫০ কোটি ডলার। ২০২২ সালেও এ চুক্তিমূল্য দেড় হাজার কোটি ডলারের কাছাকাছি হবে বলে আশা করা হচ্ছে। ২০২০ সালে প্রকাশিত এমঅ্যান্ডএ চুক্তিমূল্য ছিল ৬৯০ কোটি ডলার। অপ্রকাশিতসহ হিসাব করলে এটি প্রায় ৯০০ কোটি ডলার। খবর রয়টার্সের। অপর এক খবরে বলা হয়, অভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রকল্পের অংশ হিসেবে নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরির কাজ অব্যাহত রাখবে তুরস্ক। এই প্রতিরক্ষাব্যবস্থা রাশিয়ার এস-৪০০ এবং আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার অনুরূপ হবে। মঙ্গলবার তুরস্কের জাতীয় দৈনিক ‘সাবাহ’ এ খবর দিয়ে বলেছে, ২০২২ সালে তুর্কি সরকার অভ্যন্তরীণভাবে ভ‚মি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প অব্যাহত রাখবে। এরইমধ্যে হিসার এবং সাইপার নামে দুটি ক্ষেপণাস্ত্র সফলতার সাথে পরীক্ষা করা হয়েছে। ডেইলি সাবাহ পত্রিকা দাবি করছে, এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতির লক্ষ্যবস্তু সফলতার সাথে ধ্বংস করতে সক্ষম হয়েছে। পত্রিকাটি বলেছে, তুরস্ক সাইপার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার এক কদম দূরে অবস্থান করছে। প্রকল্প সফল হলে সাইপার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা রাশিয়ার এস-৪০০ এবং আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। তুরস্ক আশা করছে, ২০২৩ সাল থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সামরিক বাহিনীতে যুক্ত হবে এবং শত্রæর যে কোন হুমকি অত্যন্ত নির্ভরযোগ্য উপায়ে ধ্বংস করতে পারবে। এছাড়া, হিসার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে কাজ করবে। পাশাপাশি তুরস্কের সামরিক এবং কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার কাজ করবে হিসার-ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। রয়টার্স, ডেইলি সাবাহ।



 

Show all comments
  • ফারুক টিভি ৩১ ডিসেম্বর, ২০২১, ৮:৫১ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ শুনে খুশি হইলাম আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ