Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

১. ৮৩
২. পুষ্পা : দ্য রাইজ- পার্ট ওয়ান
৩. চন্ডীগড় কারে আশিকি
৪. অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ
৫. সূর্যবংশী

৮৩
কবির খান পরিচালিত স্পোর্টস ড্রামা। ১৯৮৩ সাল। বিশ্ব ক্রিকেটে সেই সময়টায় ভারত চিরন্তন আন্ডারডগ। এর আগে কোনও বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা তাদের ভাগ্যে জোটেনি। এবার ক্যাপ্টেন দক্ষ ক্রিকেটার কপিল দেব (রণবীর কাপুর)। অনেক সাধ্য সাধনা করে দলকে অনেক দূর নিয়ে যায়। গুটিগুটি করে অনেক দূর এগিয়েও যায় টুর্নামেন্টে। শেষে তারা ফাইনাল পর্যন্ত উঠে আসে, কিন্তু প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আগের দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। এই দলে রয়েছেন ক্যাপ্টেন ভিভ রিচার্ডস। অন্যদিকে ভারত দলে আছেন সুনীল গাভাস্কার (তাহির রাজ ভাসিন) মহিন্দর অমরনাথ (সাকিব সেলিম), যশপাল শর্মা (যতিন সর্না), রজার বিন্নি (নিশান্ত দহিয়া), সন্দীপ পাটিল (চিরাগ পাটিল) প্রমুখ। খেলা শুরু হয়ে যায়। শুরুতেই অঘটন ঘটে যায়। মাত্র নয় রানে চার উইকেট পড়ে যায়। এমনিতে চাপের মুখে পড়া ভারত দল আরও চাপে পড়ে যায়। কিন্তু সব বাধা পেরিয়ে ভারত শেষ পর্যন্ত অসম্ভবকে সম্ভব করে তোলে।


হলিউড শীর্ষ পাঁচ
১. স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম
২. দ্য মেট্রিক্স রেজারেকশন
৩. সিং টু
৪. কিং’স ম্যান
৫. অ্যামেরিকান আন্ডারডগ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ