Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মালয়েশিয়ায় বর্ষবরণের নির্দেশ অমান্য করায় গ্রেপ্তার ২৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ২:২১ পিএম

মালয়েশিয়ায় নববর্ষ উদযাপনের জন্য বাড়ির বাইরে বের হওয়া, সঙ্গে মাদক রাখা ও অন্যান্য অপরাধে যুক্ততার অভিযোগে দেশটিতে বর্ষবরণের রাতে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার জাতীয় দৈনিক দ্য স্টার। গ্রেপ্তার সবাই মালয়েশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ পেরাকের।

পেরাক পুলিশের মুখপাত্র কমান্ডার দাতুক মিয়র ফরিদালাথ্রাশ ওয়াহিদ দ্য স্টারকে জানান, শুক্রবার রাত ১২ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত- মোট ৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয় এই ২৩ জনকে।

তিনি বলেন, ‘এই ২৩ জনের মধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে সরকারি আদেশ অমান্য করে বাড়ির বাইরে বের হওয়া ও সঙ্গে মাদক রাখার অভিযোগে। বাকি আটজনকে অন্যান্য অপরাধে যুক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।’

উল্লেখ্য, করোনার নতুন রূপান্তরিত ধরন ওমিক্রনের বিস্তার ও দেশটির কয়েকটি রাজ্যে সম্প্রতি ভয়াবহ বন্যা দেখা দেওয়ায় ২০২২ সালের বর্ষবরণ উদযাপন বাতিল করেছিল মালয়েশিয়ার সরকার। তার পরিবর্তে করোনায় আক্রান্ত ও বন্যাদুর্গতদের জন্য শুক্রবার প্রার্থনা করা হবে বলে জানানো হয়েছিল সরকারি আদেশে।
শুক্রবার এক ফেসবুক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব বলেন, ‘আমি মালয়েশিয়া পরিবারকে আজ রাতে পুত্রজায়ার পুত্রা মসজিদে জামায়াতে মাগরিবের নামাজ, সালাত হাজত এবং দোয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যারা উপস্থিত হতে পারবেন না তারা রেডিও, টেলিভিশন মালয়েশিয়া এবং টিভি আল-হিজরাহ দ্বারা সরাসরি সম্প্রচার অনুসরণ করতে পারেন।’

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘মালয়েশিয়ান পরিবারের অমুসলিম সদস্যরাও তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করতে পারবেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ