Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে গতকাল ৮ দফা দাবিতে নগরীর দিড়িখরবোনা এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাবিগুলো ছিল- গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন দ্রুত পাস, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন, সকল প্রতিষ্ঠানে সাংবাদিকদের নিয়োগপত্র প্রদান, নিয়মিত বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি বকেয়া পরিশোধ করা। এছাড়া জাতীয় সম্প্রচার আইন দ্রুত প্রণয়ন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন, সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করা, ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের জন্য অবসর ভাতা-পেনশন সুবিধাসহ সাংবাদিকদের আবসন প্রকল্পের জন্য জমি বরাদ্দ দ্রুত নিশ্চিত করা।
গতকাল দুপুরে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য বদরুল হাসান লিটনসহ রাজশাহীতে কর্মরত সাংবাদিকবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ