Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মার্চে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

আগামী মার্চে দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির আয়োজন করছে বাংলাদেশ। গেল বছর এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন স্বাগতিকরা। সেই ধারাটা ধরে রেখে এবারও মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতির পিতার নামে এ টুর্নামেন্টটি। করোনাকালে আগের টুর্নামেন্টটি ছোট পরিসরে হলেও এবার বেশ জমকালো আয়োজনে হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাপ কাবাডি। ইতোমধ্যে পাকিস্তান, পোল্যান্ড, কেনিয়া, মিসরসহ ১৫ দেশের সঙ্গে কথা হয়েছে বলে জানান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, ‘আমরা গত বছর বঙ্গবন্ধু কাপ টুর্নামেন্টে জিতেছি। যা আমাদের কাবাডিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এবার আরও বড় পরিসরে টুর্নামেন্টটি করতে যাচ্ছি।’

জাতীয় যুব কাবাডির মতো দারুণ সাড়া জাগানো এ প্রতিযোগিতা থেকে ওঠে এসেছে অনেক সম্ভাবনাময় ক্রীড়াবিদ। তাদের নিয়েই ভবিষ্যতে ভাল কিছু করার প্রত্যাশা ফেডারেশন কর্মকর্তারা। এবারের প্রতিযোগিতা থেকে ভালমানের খেলোয়াড়দের বেছে নিয়ে দীর্ঘমেয়াদী অনুশীলনের ব্যবস্থা করা হবে বলে জানান হাবিবুর রহমান, ‘নতুন খেলোয়াড় যারা ওঠে আসছে, তাদের নিয়ে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিবো। প্রয়োজনে বিদেশি পাঠিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করব। মূলত ৫-১০ বছরের জন্য পরিকল্পনা নিবো আমরা।’
এ বছর চীনের হ্যাংঝুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। সেখানে হারানো রুপা পুনরুদ্ধারের আশা কাবাডির সাধারন সম্পাদকের। গেল বছর ঢাকায় হওয়ার কথা ছিল যুব কাবাডির বিশ^কাপ। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা পিছিয়ে যায়। এ বছর আবারও এই টুর্নামেন্টটি হওয়ার কথা। আয়োজক হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আর এপ্রিলের পর ছয়টি দল নিয়ে ভারতের প্রো-কাবাডির মতো বাংলাদেশেও ফ্র্যাাঞ্চাইজি লিগ হবে বলে জানিয়েছেন হাবিবুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ