নারায়ণগঞ্জে হবে কন্টেইনার-বাল্ক টার্মিনাল নদীপথে ব্যবসা-বাণিজ্য হবে সমৃদ্ধশালী

অভ্যন্তরীণ নৌ-পথে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর থেকে কন্টেইনার আসা-যাওয়ার সুবিধায় বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।
শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে ১৮টি দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, গতকাল বোরবার ভোর ৬টার দিকে কুসুমহাটি বাজারের সুজন মিয়ার কসমেটিকস দোকানের মধ্যে থেকে এলাকার লোকজন আগুনের লেলিহান দেখতে পায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনা স্থলে আসে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের লেলিহান দ্রুত ছড়িয়ে পড়লে মুর্হূতের মধ্যে চাউলের দোকান, মনোহারী দোকানসহ আশপাশের দোকান গুলো অগ্নিকা-ে ভস্মীভূত হয়। শেরপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাবেদ হোসেন তারেক পাটোয়ারী জানান, আমরা সকালে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। এখানে ১৮ দোকানে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হতে পারে। প্রাথমিক তদন্তে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের প্রমান মিলেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।