Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুপ্রিম কোর্টের মাধ্যমে সরকারের কাছে বিচারবিভাগীয় কর্মকর্তাদের আবেদন করতে হবে

প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টাও : বিচার বিভাগীয় কর্মকর্তাদের যে কোনো আবেদনপত্র সরকারের কাছে পাঠাতে চাইলে তা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমেই পাঠাতে হবে। সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসন সংশ্লিষ্টদের প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে অধঃস্তন আদালত ও অধঃস্তন আদালতের বিচারকদের সংশ্লিষ্টতায় সার্কুলার, বিজ্ঞপ্তি, নির্দেশনা ইত্যাদি জারি করা হয়। যা পুঙ্খানুপুঙ্খরুপে অনুসরণ করা বাধ্যতামূলক। এ বিধি বিধান লঙ্ঘন অনাকাক্সিক্ষত এবং শৃঙ্খলা পরিপন্থী।
এতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট থেকে ১৯৯২ সালের ১৮ মার্চ একটি সার্কুলার জারি করা হয়। ওই সার্কুলারে বলা হয়, সব বিচার বিভাগীয় কর্মকর্তাকে যেকোনো বিষয়ে সরকারের কাছে কোনো আবেদনপত্র পাঠাতে হলে সুপ্রিম কোর্টের মাধ্যমে পাঠাতে হবে। গত ২৪ জানুয়ারিও একই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিম কোর্ট। লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা তাদের আবেদনপত্র সরাসরি সরকারের কাছে প্রেরণ করছেন। যা স্পষ্টই নির্দেশনার লঙ্ঘন এবং শৃঙ্খলার পরিপন্থী। এর ফলে ওই আবেদনের ভিত্তিতে সরকার থেকে পাঠানো প্রস্তাব নিষ্পত্তিতে নানা প্রশাসনিক জটিলতার সৃষ্টি হচ্ছে। তাই সব বিচার বিভাগীয় কর্মকর্তাকে যেকোনো বিষয়ে সরকারের কাছে কোনো আবেদনপত্র পাঠাতে হলে তা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে পাঠাতে হবে এবং জারিকৃত সব সার্কুলার, বিজ্ঞপ্তি ও নির্দেশনা ভবিষ্যতে যেন লঙ্ঘন না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপ্রিম কোর্টের মাধ্যমে সরকারের কাছে বিচারবিভাগীয় কর্মকর্তাদের আবেদন করতে হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ