মারিউপোলে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ

দুই মাসের বেশি সময় ধরে মারিউপোলের একটি ইস্পাত কারখানায় অবরুদ্ধ থাকা দুই শতাধিক সৈন্য আত্মসমর্পণ
যাত্রীরা জানিয়েছেন, রুশ জুনিয়র হকি দলের সদস্যরা বিমানে ধূমপান করছিলেন এবং মাস্ক পরতে অস্বীকৃতি জানাচ্ছিলেন৷ অন্যদিকে চেক প্রজাতন্ত্র দলের ম্যানেজার বলছেন, সোয়েটারের রঙ মেলায় তাদেরকেও রুশ দলের সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে৷
নববর্ষে ক্যানাডার ক্যালগারি থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টগামী এয়ার ক্যানাডার একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে৷ ক্যালগারি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে এয়ার ক্যানাডার একটি ফ্লাইটে গোলযোগের খবর পেয়ে এয়ারপোর্ট পুলিশ সেখানে উপস্থিত হয়৷ এরপর সকল যাত্রীকে বিমান থেকে নামানো হয়, কিন্তু পরবর্তীতে রুশ ও চেক দলের সদস্যদের আর বিমানে উঠতে দেয়া হয়নি৷ ক্যালগারি হেরাল্ড পত্রিকা জানিয়েছে, বিলম্বিত এই ফ্লাইটে ফিনল্যান্ডের দলকে উঠতে দেয়া হয়েছে৷
চেক দলের ম্যানেজার ওটাকার কের্নি জানিয়েছেন, দুই দলেরই ধূসর রঙের সোয়েটার পরনে থাকায় রুশ দলের সঙ্গে চেক দলের সদস্যদের গুলিয়ে ফেলা হয়েছে৷ চেক গণমাধ্যমকে তিনি বলেন, ‘রাশিয়ানদের সঙ্গে তারা আমাদের একই কাতারে ফেলে দিয়েছে এবং আমাদের জানিয়েছে যে রুশ এবং চেক দলের কোনো সদস্যই বিমানে চড়তে পারবেন না৷’
কের্নি জানান, এই ঘটনায় এয়ার ক্যানাডা কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে এবং নিজেদের খরচে চেক দলের জন্য হোটেল ও পরের দিন একই ফ্লাইটে ফ্রাঙ্কফুর্ট যাওয়ার ব্যবস্থাও করে দিয়েছে৷ রুশ খেলোয়াড়দের সঙ্গে চেক দলকে একই ফ্লাইটে পাঠানো হবে না, এমন নিশ্চয়তাও এয়ার ক্যানাডা দিয়েছে বলে জানিয়েছেন দলের ম্যানেজার৷
বিমানে থাকা এক যাত্রী সংবাদ মাধ্যম দ্য ক্যানাডিয়ান প্রেসকে জানিয়েছেন, তার পাশে বসা রুশ দলের এক সদস্য বিমানেই ভেপিং (বিশেষ যন্ত্র ব্যবহার করে ধূমপান) করছিলেন এবং মাস্ক পরতে চাচ্ছিলেন না৷ তিনি বলেন, ‘নিজের মোবাইল ফোনে উচ্চশব্দে রাশিয়ান রক মিউজিকও বাজাচ্ছিলেন তিনি৷’ আরেক যাত্রী এক টুইটে বলেছেন, ‘আমার পেছনে রুশ জুনিয়র হকি দলের সদস্যরা ছিল৷ তারা ধূমপানের চেষ্টা করছিল, মাস্ক পরছিল না, ফ্লাইট অ্যাটেনডেন্টদের কথাও শুনছিল না৷’
প্রসঙ্গত, রেড ডিয়ার এবং এডমন্টন শহরে অনুষ্ঠিত হওয়া জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপ করোনার সংক্রমণের কারণে বাতিল হওয়ার পর দলগুলো নিজেদের দেশে ফেরত যাচ্ছিলো৷ সূত্র: এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।