করোনার পর মাঙ্কিপক্স নিয়ে উদ্বেগ সামাজিক মাধ্যমে

করোনা ভাইরাস মহামারি কাটিয়ে উঠতে না উঠতেই এবার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে অতি সংক্রামক মাঙ্কিপক্স আতঙ্ক।
মোবাইলে ব্যক্তিগত ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ছবি ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে অপহৃত এক ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে র্যাব-৭ চট্টগ্রাম। এ সময় অপহরণের অভিযোগে মো. সুজন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সুজন মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মো. দিলু মিয়ার ছেলে। গতকাল সোমবার র্যাবের পক্ষ থেকে বলা হয়, ৩১ ডিসেম্বর ওই কিশোরীকে সীতাকু- থেকে অপহরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।