Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিপিএলের ৬টি ম্যাচ সিলেটে !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ৩:৩৯ পিএম

চলতি মাসের ২১ জানুয়ারি শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসর। দেশের তিনটি ভেন্যুতে হবে আসরের ৩৪টি ম্যাচ। এর মধ্যে মাত্র ৬টি ম্যাচ অনুষ্টিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র বলছে, ঢাকা পর্ব দিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএল। ২১ থেকে ২৫ জানুয়ারি চলবে এ পর্ব। এরপর ২৮ জানুয়ারি চট্টগ্রাম পর্ব শুরু হয়ে শেষ হবে ১ ফেব্রুয়ারি। এই পাঁচদিনের মধ্যে দুইদিন পর মধ্যখানে একদিন বিরতি। ৩ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হবে ঢাকা পর্ব। শেষ হবে ৪ ফেব্রুয়ারি। সিলেট পর্বের তিনদিনই সিলেট সানরাইজার্সের ম্যাচ আছে। বিপিএলের সিলেট পর্ব তিনদিনের, ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি। এ পর্বে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনে দুটি করে মোট ৬টি ম্যাচ হবে। ৭ ফেব্রুয়ারি সিলেটে দুপুর দেড়টায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। পরে সন্ধ্যা ৭টায় সিলেট সানরাইজার্স লড়বে খুলনা টাইগার্সের বিপক্ষে। ৮ ফেব্রুয়ারি দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনের অপর ম্যাচে সিলেট সানরাইজার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। সিলেট পর্বের শেষদিনে, ৯ ফেব্রুয়ারি দুপুর দেড়ায় খুলনা টাইগার্স মুখোমুখি হবে ঢাকার। এদিন সন্ধ্যা ৭টায় সিলেট সানরাইজার্স প্রতিপক্ষ হিসেবে পাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। বিপিএলের শেষ পর্ব ঢাকায় শুরু হবে ১১ ফেব্রুয়ারি। ফাইনালের মধ্য দিয়ে ১৮ ফেব্রুয়ারি পর্দা উঠবে বিপিএল অষ্টম আসরের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ