গৌরনদীতে পুকুরে পড়ে শিশু কন্যার মৃত্যু
বরিশালের গৌরনদীতে বাড়ির পুকুরের পানিতে পড়ে আছিয়া আক্তার (৩) নামে এক শিশু কন্যা মারা গেছে। শনিবার বেলা পৌণে ১১টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বেজহার গ্রামে
চট্টগ্রামের আনোয়ারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের কাছে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তিনটি ছোরা, শতাধিক লাঠি, রাম দা ও ১৪টি হেলমেট উদ্ধার করেছে র্যাব।
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে এসব অস্ত্র ও লাঠি উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায় নি। র্যাব কর্মকর্তারা জানান, কেন্দ্রে অরাজকতা সৃষ্টির জন্য প্রতিদ্ব›দ্বী প্রার্থীর পক্ষে এসব মজুদ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।