পরশুরামে র্যাব-পুলিশের মারামারিতে ৪ পুলিশ সদস্য আহত

ফেনীর পরশুরাম উপজেলার ডাকবাংলা মোড়ে র্যাব- পুলিশের মারামারিতে পুলিশের ৪ জন আহত হওয়ার খবর পাওয়া
যশোরের মণিরামপুরে লিপি বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়েছেন বলে দাবি স্বজনদের। লিপি বেগম উপজেলার শেখপাড়া খানপুর প্রামের জাহাঙ্গীর মহলদারের স্ত্রী। ওই দম্পতির ৯ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
এ ঘটনায় গৃহবধূর ভাই কওছার সরদার বাদী হয়ে মনিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দীকি বলেন, লিপি বেগম দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় তিনি ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেন। পরে স্কুল থেকে ফিরে তাঁর ছেলে জাহিদ মাকে ঝুলতে দেখে চিৎকার দেয়। চিৎকার শুনে বাড়ির অন্যরা এসে মরদেহ নিচে নামান।
ওসি আরো বলেন, স্বজনদের অনুরোধে গৃহবধূর মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।