Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী ফ্রন্টের আইন প্রণয়নের প্রস্তাব

প্রেসিডেন্টের সংলাপ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী ফ্রন্ট প্রেসিডেন্টের কাছে সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠনে আইন প্রনয়নের প্রস্তাব দিয়েছে। গতকাল প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে সংলাপে অংশ নিয়ে তারা এ প্রস্তাব দেয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দলটির সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, আব্দুল কুদ্দুস তালুকদার, অ্যাডভোকেট শাহীনুল পাশা চৌধুরী, আব্দুল কুদ্দুস মানিকনগরী, যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন জাকারিয়া ও অর্থ সম্পাদক মুফতি জাকির হোসেন কাসেমী।
দলটি সংবিধানের ১১৮ অনুচ্ছেদের আলোকে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আইন প্রনয়নসহ প্রেসিডেন্টে কাছে ৬ দফা প্রস্তাব পেশ করেছে।
অন্যদিক বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নানের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সংলাপে অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, মাওলানা এম এ মতিন, প্রিন্সিপাল আল্লামা ড. আফজাল হোসাইন, পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মুসিহুদ্দৌলা, আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, প্রিন্সিপাল স.উ.ম আবদুস সামাদ ও সৈয়দ মুজাফফর আহমদ মজাদ্দেদী।



 

Show all comments
  • Abdul Hoq ৬ জানুয়ারি, ২০২২, ১২:৩৬ এএম says : 0
    জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কে ধন্যবাদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ