Inqilab Logo

বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১২ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরী

কুমারখালীতে খালে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১১:৫৭ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে কচুরিফুল তুলতে গিয়ে ৪ বছরের শিশু পানিতে ডুবে যায়। গত বুধবার বিকেলে শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামে শিশুটি তার নানা বাড়ির পাশের খালের পানিতে ডুবে মারা যায়। নিহত শিশু জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের শিক্ষক মো. শামীম হোসেনের ছেলে ছাবির হোসেন (৪)।
মৃত শিশুর বাবার সহকর্মী শিক্ষক সাবু হোসেন জানান, বিকেলে মৃত শিশু ছাবির তার নানার সাথে ঘুরতে গিয়ে একাকি পাশের খালে কচুরিপানার ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে খালের পানিতে শিশুটির লাশ ভাসমান অবস্থায় দেখে তার লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার দিনগত রাতে শিশুটিকে দাফন করা হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমারখালীতে খালে ডুবে শিশুর মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ