Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

১২তম টিকা নিতে গিয়ে ধরা পড়লেন তিনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

করোনা টিকার ১১টি ডোজ নিয়েছেন ৮৪ বছরের এক ব্যক্তি। তবে ১২তম ডোজ নিতে এসেই বাধে বিপত্তি। এবারে ধরা পড়ে যান তিনি। এ ঘটনা ভারতের বিহার রাজ্যের মাধেপুরা এলাকার। ব্রহ্মদেও মণ্ডল নামের ওই ব্যক্তি মাধেপুরার ওরাই গ্রামের বাসিন্দা। তার দাবি, ভ্যাকসিনের একাধিক ডোজ নেওয়ার পর তার বেশ কয়েকটি অসুস্থতা সেরে গেছে। ৪ জানুয়ারি মঙ্গলবার ১২তম ডোজ নিতে অন্য একটি টিকা কেন্দ্রে হাজির হন ব্রহ্মদেও মণ্ডল। সেখানেই বিষয়টি ধরা পড়ে। ব্রহ্মদেও মণ্ডল বলেন, তিনি বিভিন্ন তারিখে বেশ কয়েকটি টিকা কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিয়েছেন। তিনি বলেন, ‘আমি সব জায়গায় টিকা নেওয়ার জন্য আমার একই আধার কার্ড এবং মোবাইল নম্বর ব্যবহার করেছি।’ মাধেপুরার সিভিল সার্জন এ এন শাহি বলেন, একজন ব্যক্তি কীভাবে একটি আধার কার্ড এবং মোবাইল নম্বর দিয়ে কোভিড ভ্যাকসিনের এতোগুলো ডোজ নিয়েছেন সেটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ব্রহ্মদেও মণ্ডল ডায়েরিতে তার টিকা দেয়ার তারিখগুলো লিখে রেখেছেন। সংবাদমাধ্যমকে তিনি সেটি দেখিয়েছেন। ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি পুরাইনি পিএইচসি কেন্দ্রে তিনি ভ্যাকসিনের প্রথম ডোজ নেন। ১৩ মার্চ একই কেন্দ্রে পরবর্তী ডোজ নেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১২তম টিকা নিতে গিয়ে ধরা পড়লেন তিনি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ