Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার ২৭ জুন ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬, ২৩ শাওয়াল ১৪৪০ হিজরী।

বিশ্বে নারী-পুরুষের আয়-বৈষম্য বাড়ছে

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নারী-পুরুষের সমান অধিকারের বিষয় নিয়ে আন্তর্জাতিক সংগঠনগুলোসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনও সব সময় সোচ্চার। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এই অর্থনৈতিক বিশে^ যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আয়, আর নারী-পুরুষের মধ্যে এই আয় বৈষম্য ক্রমেই বাড়ছে। বিশ^ অর্থনৈতিক ফোরামের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই আয় বৈষম্য দূর হতে আরও অন্তত ১৭০ বছর লাগবে। মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, একই পর্যায়ে কাজ করলেও একজন নারী পুরুষের চেয়ে অনেক কম মজুরি বা বেতন পেয়ে থাকে। ২০০৮ সাল থেকে এ বৈষম্য আরও বেড়ে গেছে। ১৪৪টি দেশের অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য ও রাজনৈতিক খাতে জরিপ চালিয়ে প্রতিবেদনের এ ফলাফল প্রকাশ করা হয়। গত বছর একই ধরনের জরিপের প্রতিবেদনে বলা হয়েছিল, এ বৈষম্য ঘুচতে ১১৮ বছর সময় লাগবে। বিশে^র বেশির ভাগ দেশেই এ বৈষম্য বেড়ে চললেও বৈষম্য কমিয়ে অনেকটাই কাছাকাছি নিয়ে এসেছে আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ড। আরটি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন