আবারও সীমান্তে রক্ত ঝরলো। এবার নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া কৃষ্ণস্বদা সীমান্তে বিএসএফের গুলিতে মকবুল হোসেন উরফে সালাউদ্দিন (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নওগাঁ বিজিবি-১৬, সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, নিহত যুবক সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়নের কৃষ্ণস্বদা গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে। নিহত মকবুল ওরফে সালাউদ্দিন একজন গরু চোরাকারবারির সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ-ভারত সীমান্তের ২০০ গজ ভেতরে (ভারতীয় সীমান্ত) লাশ থাকায় হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, শনিবার (৮ জানুয়ারি) সকালে মাঠে কাজ করতে যেয়ে তারা লাশ দেখতে পান। বাংলাদেশ-ভারত সীমান্তে লাশ পড়ে থাকতে দেখে তারা সাপাহার ১৬ বিজিবি ক্যাম্প এবং স্থানীয় থানায় খবর দেন।