Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

হংকংয়ে ১৩ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

এক চীনা কূটনীতিকের জন্মদিনের পার্টিতে অংশ নিয়ে বেকায়দায় পড়েছেন হংকংয়ের ১৩ সরকারি কর্মকর্তা। ওই পার্টিতে অংশ নেওয়া ১৭০ জন অতিথির মধ্যে দুইজন কোভিড-১৯ ‘পজিটিভি’। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মহামারীতে বিধিনিষেধ থাকার পরও কেন পার্টিতে অংশ নিয়েছেন তা নিয়ে ক্ষুব্ধ হংকংয়ের প্রধাননির্বাহী ক্যারি লাম ওই ১৩ জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। জন্মদিনের পার্টিতে অংশ নেওয়া অতিথিদের মধ্যে হংকংয়ের নতুন আইনসভার ১৯ সদস্যও ছিলেন। পার্টিতে অংশ নেওয়া সবাইকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যদিও দুই অতিথি ছাড়া বাকিরা পরীক্ষায় এখন পর্যন্ত কোভিড-১৯ ‘নেগেটিভ’। সারা বিশ্বের মত হংকংয়েও করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। শুক্রবার এক বিবৃতিতে লাম জানান, ওই ১৩ জ্যেষ্ঠ কর্মকর্তা জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে শৃঙ্খলা লঙ্ঘন করেছেন কিনা তা খতিয়ে দেখতে তিনি ‘বিস্তারিত তদন্তের’ নির্দেশ দিয়েছেন। লাম বলেন, ‘‘আমি সব কর্মকর্তাকে কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়েছি। কিন্তু তাদের দায়িত্ব থেকে ছুটি দেওয়া হয়নি বরং কোয়ারেন্টিনের জন্য নিজেদের পাওনা ছুটি থেকে তাদের ছুটি নিতে হবে।” রয়টার্স জানায়, হংকংয়ে চীন সরকারের নগর প্রতিনিধি উইটম্যান হাং এর ৫৩তম জন্মদিন ছিল গত সোমবার। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হংকংয়ে ১৩ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ