Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

‘ব্যোমকেশ’ নির্মাণ করবেন সৃজিত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ফেলুদাকে নিয়ে সিরিজ নির্মাণ হয়ে গেছে সৃজিতের। এবার পালা ব্যোমকেশ চরিত্রটি নিয়ে কাজ করার। সেটাও হতে যাচ্ছে। ব্যোমকেশ বক্সীকে বড় পর্দায় আনবেন সৃজিত। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ অবলম্বনে শুরু হতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের ব্যোমকেশ যাত্রা। ফিল্মটি প্রযোজনা করছেন শ্যামসুন্দর দে। এর আগে শ্যামসুন্দরের প্রযোজনাতেই ‘দুর্গরহস্য’ পরিচালনা করার কথা ছিল সায়ন্তন ঘোষালের। সংবাদমাধ্যমকে সৃজিত বলেছেন, “ব্যোমকেশ করার কোনো পরিকল্পনা আমার ছিল না। কিন্তু শ্যামসুন্দর যখন ‘দুর্গরহস্য’র অফার নিয়ে আমার কাছে এলো, তখন মনে হলো করা যেতেই পারে। আর পিরিয়ড পিস বানাতে আমি সব সময় আগ্রহী। তা ছাড়া ‘দুর্গরহস্য’র ক্যানভাস ও স্কেল সবটাই খুব আকর্ষক। বাংলা ছবির যা সামগ্রিক পরিস্থিতি, তাতে মনে হয় এ রকম বড় ক্যানভাসের সিনেমা বাংলা ছবিকে অক্সিজেন জোগাতে সাহায্যই করবে।” পরিচালক করোনা আক্রান্ত হয়ে আপাতত কোয়ারেন্টিনে রয়েছেন। প্রযোজক শ্যামসুন্দর জানিয়েছেন, ‘সৃজিতের সঙ্গে সিনেমাটা নিয়ে প্রাথমিকভাবে কথা হয়েছে এবং তারা প্রজেক্টটা নিয়ে খুবই আগ্রহী।’ এখন সবার প্রশ্ন, কে হবেন সৃজিতের ব্যোমকেশ? পরিচালকের সহাস্য উত্তর, ‘আমার মাথায় সব সময় কিছু না কিছু থাকে। এখনও ব্যোমকেশের চেহারাটা পরিষ্কার হয়নি, কুয়াশাচ্ছন্ন রয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘ব্যোমকেশ’ নির্মাণ করবেন সৃজিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ