করোনার পর মাঙ্কিপক্স নিয়ে উদ্বেগ সামাজিক মাধ্যমে

করোনা ভাইরাস মহামারি কাটিয়ে উঠতে না উঠতেই এবার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে অতি সংক্রামক মাঙ্কিপক্স আতঙ্ক।
নগরীর তিনটি কমিউনিটি সেন্টারে একদিনে ১৭ হাজার ৭০৬ জন শিক্ষার্থীকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ (ফাইজার) প্রদান করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, নগরীর রীমা কনভেনশন সেন্টার, আবদুল্লাহ কমিউনিটি সেন্টার ও হল সেভেন ইলাভেনে বিশেষ বুথ স্থাপন করে শিক্ষার্থীদের টিকা দেয়া হয়।
এর পাশাপাশি মহানগরীর বিভিন্ন স্কুল এবং জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া হয়। এ টিকা দান কার্যক্রম অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।