ইসলামিক গেমসে প্রথম পদক নিশ্চিত হলো বাংলাদেশের

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের একটি পদক নিশ্চিত হয়েছে। কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে বাংলাদেশ ফাইনালে উঠেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, নারায়ণগঞ্জের ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে সৎ যোগ্য আমানতদার ও আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে। সন্ত্রাস দুর্নীতি ও মাদকমুক্ত নাারয়ণগঞ্জ সিটি গড়তে হলে হাতপাখাকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, গত ৫০ বছরে বারবার নৌকা ও ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করে জনগণের তীক্ত অভিজ্ঞতা হয়েছে। তারা বর্তমান অবস্থার পরিবর্তন চায়। সুষ্ঠু ভোট হলে ইনশাআল্লাহ আমাদের হাতপাখার প্রার্থী মেয়র হিসেবে বিজয়ী হবেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ও নির্বাচনের কমিশনের (ইসি) অধীনে বিগত বিভিন্ন নির্বাচনের অভিজ্ঞতায় এবারের সিটি নির্বাচন নিয়ে জনমনে চরম অনিশ্চয়তা আছে। নাসিক নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ইসিকে অনুরোধ জানান তিনি। অন্যথায় যে পরিস্থিতি সৃষ্টি হবে তার দায় সরকার ও ইসিকেই নিতে হবে।
আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ’র সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভা ও গণসংযাগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগে তিনি অংশ নেন। এতে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এ সময় অনুষ্ঠিত বিভিন্ন পথ সভাগুলোতে মুফতী মাসুম বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জবাসীর দুঃখ লাঘব, জনদুর্ভোগ, দুর্নীতি ও দুষণমুক্ত সিটি গড়ে তুলতে হলে হাতপাখাকে বিজয়ী করতে হবে। নাসিকের অন্যতম সমস্যা মাদক ও দুর্নীতি। দুর্নীতিমুক্ত বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হলে নাসিকে আল্লাহভীরু মেয়র নির্বাচনের বিকল্প নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।