নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি
নেছারাবাদ উপজেলায় ইন্দেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকানঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত দশটার দিকে ইন্দেরহাট বাজারে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় প্রায় ঘন্টাব্যাপী
আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গতকাল মঙ্গলবার এই পরীক্ষা চালানো হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ১০০০ কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট লক্ষ্যকে সুনির্দিষ্টভাবে আঘাত করতে সক্ষম।
এ নিয়ে তৃতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আর চলতি সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বারের মতো এই মিসাইলের পরীক্ষা চালাল পিয়ংইয়ং।
এর আগে দক্ষিণ কোরিয়া ও জাপানের দাবি করে, গতকাল মঙ্গলবার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।
উল্লেখ্য, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে ছুটতে পারে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর খুব দ্রুত উপড়ে উঠে আবার দ্রুত নেমে আসে। এরপর আনুভূমিকভাবে বায়ুমণ্ডলের মধ্যেই চলতে থাকে এবং চলমান অবস্থাতেও গতিপথ পরিবর্তন করতে পারে, যা ব্যালিস্টিক মিসাইল থেকে ভিন্ন। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।