কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন দিলেন আন্তঃসত্ত্বা স্ত্রী
রাজধানীর শাহজাহানপুরে পারিবারিক কলহের জেরে পাপিয়া সারোয়ার মিম নামে এক গৃহবধু নিজের গায়ে নিজে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরের দিকে
কুষ্টিয়ায় থামছেই না সড়কে মৃত্যুর মিছিল! আজও ট্রাক চাপায় ঝড়ে গেল আরো এক জনের প্রাণ। কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় রাসেল (২৬) নামে একজন নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া কদমতলা এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর এলাকার আক্তার মল্লিকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় পিছন থেকে দ্রুতগতির ট্রাক তাকে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর পালিয়ে গেছে চালক ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে খবর পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।