Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতকে এবার সরাসরি হুঁশিয়ারি চীনের

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতকে এবার সরাসরি হুঁশিয়ারি করলো বেইজিং। দীপাবলির বাজারে চীনা পণ্যের ব্যবসা বাধাগ্রস্ত হলে, কোনো ছাড় নয়। প্রভাব পড়বে ভারতে বিনিয়োগেও বলে হুঁশিয়ার করেছে চীন। তাছাড়া দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্কেও বাড়বে তিক্ততা বাড়বে বলেও জানান হয়েছে। চীনা দূতাবাস থেকে বিবৃতি জারি করে জানানো হলো, চীনের মোট রফতানির মাত্র দু’শতাংশই ভারতের খাতে পড়ে। ফলে চীনা পণ্য এদেশে বয়কট হলেও তা বেইজিংয়ের বাণিজ্যে বিশেষ প্রভাব ফেলবে না, তবে ভুগতে হবে ভারতকেই। চীনা সংস্থাগুলোর এদেশে বিনিয়োগই হোক বা দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, তা খারাপ দিকে যাক এটি নিশ্চয়ই দুদেশের মানুষ চান না। পাকিস্তান-ভারত উত্তেজনায় ইসলামাবাদের পাশে বেইজিংয়ের সরাসরি অবস্থানের ফলে ভারতের অনেকে চীনবিরোধী অবস্থান নিয়েছে। বিশেষ করে চীনা পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে। এ প্রেক্ষাপটেই নতুন মাত্রার সৃষ্টি হয়েছে ভারত-চীন সম্পর্কে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতকে এবার সরাসরি হুঁশিয়ারি চীনের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ