Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন নিয়ে উত্তেজনা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ৭:৩৪ পিএম

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বহুল কাক্সিক্ষত নির্বাচন আগামী ৩১ জানুয়ারি। এদিন ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী চার বছরের জন্য এই ফেডারেশনের নেতৃত্ব বেছে নেবেন। আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ২০২০ সালের সেপ্টেম্বরে ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় দেড় বছর পর ফের অনুষ্ঠিত হচ্ছে এই ফেডারেশনের নির্বাচন। তবে নির্বাচনের তোরজোড় শুরু হওয়ার পরই ভোটযুদ্ধ নিয়ে উত্তেজনা শুরু হয়েছে। নির্বাচনের খসড়া ভোটার তালিকার উপর আপত্তি এবং হুমকি ধামকির অভিযোগও উঠেছে। বুধবার ছিল খসড়া ভোটার তালিকার উপর আপত্তি ও শুনানির দিনক্ষণ। এনএসসি’র পরিচালক (প্রশাসন) ও প্রধান নির্বাচন কমিশনার শেখ হামিম হাসানের দপ্তরে এদিন দু’টি আপত্তির উপর শুনানি অনুষ্ঠিত হয়। ভাস্তিকা স্পোর্টস ও খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলরের বিষয়ে আপত্তি ছিল। দেওয়ান টেক্সটাইল মিলস নাম পরিবর্তন করে ভাস্তিকা স্পোর্টস হয়েছে। ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদারের উপস্থিতিতে ভাস্তিকা স্পোর্টসকে সঠিক বলে গণ্য করে আপত্তির নিষ্পত্তি করেন নির্বাচন কমিশনার। আর খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে বেলাল হোসেনের পরিবর্তে মোস্তাফিজুর রহমানকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন কাওয়াসাকির কাউন্সিলর রাজু আহমেদ। তিনি বলেন, ‘আজ (বুধবার) দুপুরে আমি জাতীয় ক্রীড়া পরিষদে শুনানিতে গিয়েছিলাম। সেখানেই আমাকে অজ্ঞাত এক ব্যক্তি হুমকি দিয়েছেন। আমি তাকে চিনতে পারিনি।’ অন্যদিকে ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র শুরু হয়েছে। যে ক্লাবের নাম আমি কখনো শুনিনি, সেই ক্লাবের নাম এবং আমার সই জাল করে ফেডারেশনের পুরনো প্যাডে একটি চিঠি গণমাধ্যমসহ সব জায়গায় ছড়ানো হচ্ছে। একটি ক্রীড়া ফেডারেশনের নির্বাচনে এমনটা কখনোই কাম্য নয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাডমিন্টন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ