Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পীরের দাফন আজিমপুরে ভাইয়ের করা রিট অকার্যকর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

রাজধানীর সেগুনবাগিচায় চিশতিয়া পাঞ্জেগিরিয়া খানকা শরীফ (পীরের দায়িত্ব) নিয়ে দ্বন্দ্বে পীর সৈয়দ ইয়ামিনুল হাসানের ছোট ভাই ইয়াহিয়া হাসানের লাশ দাফন নিয়ে করা রিট অকার্যকর হয়ে গেছে। এ তথ্য জানিয়েছেন, রিটকারীর আইনজীবী এম. আতিকুর রহমান। তিনি জানান, গত ১০ জানুয়ারি আজিমপুর কবরস্থানে ইয়াহিয়া হাসানের লাশ দাফন করা হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় চিশতিয়া পাঞ্জেগিরিয়া খানকা শরীফ (পীরের দায়িত্ব) নিয়ে দ্বন্দ্বে পীর সৈয়দ ইয়ামিনুল হাসানের ছোট ভাই ইয়াহিয়া হাসানের দাফন নিয়ে গত ৩ জানুয়ারি হাইকোর্টে একটি রিট করা হয়। এ কারণে তার লাশ দাফন আটকে ছিল।

ওই মাজারে দাফন হওয়া বড় ভাই সৈয়দ ইয়ামিনুল হাসানের কবরের পাশে ছোট ভাইয়ের লাশ দাফন না করার নির্দেশনা চেয়ে এ রিট করা হয়। পীর সৈয়দ মো. ইয়ামিনুল হাসান চিশতীর পক্ষে ব্যারিস্টার এম. আতিকুর রহমান এই রিট করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীরের দাফন আজিমপুরে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ