Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাপানে চার মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১১:৪৫ এএম

জাপানের কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, দেশটিতে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজারেরও বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত চার মাসের মধ্যে এটিই দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস।

রাজধানী টোকিওতে চার মাসেরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো দৈনিক শনাক্ত দুই হাজার ছাড়িয়েছে। বুধবার সেখানে নতুন করে দুই হাজার ১৯৮ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ সংখ্যা আগের দিনের প্রকাশিত পরিসংখ্যানের দ্বিগুণেরও বেশি। আগের দিন শনাক্তের এ সংখ্যা ছিল ৯৬২। আগের সপ্তাহের চেয়ে এ সংখ্যা পাঁচ গুণ বেশি।

সরকারি হিসাবে জাপানে এ পর্যন্ত ১৭ লাখ ৭৮ হাজার ৮২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ হাজার ৪০৭ জনের মৃত্যু হয়েছে। সূত্র : দ্য জাপান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ