পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা স্বামী গ্রেপ্তার
কেরাণীগঞ্জের বরিশুর এলাকায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মগোপনে থাকা আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। গত রোববার রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে
রাজধানীর বনানী থেকে আইস ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন- মো. কায়ছার ও মো. রতন মিয়া। র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গত শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে র্যাব-১ এর একটি দল বনানী থানাধীন বিটিসিএল কড়াইল কলোনি এলাকার আনসার ক্যাম্পের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা। এ সময় তাদের কাছ থেকে ২২৩ গ্রাম আইস, ৮৪৫ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।