Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মেসির কল্যাণে ১০ লাখের বেশি জার্সি বিক্রি করেছে পিএসজি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ২:৪৫ পিএম
নাটকীয়তার পর ২০২১-২২ মৌসুমের ঠিক আগ মূহর্তে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৬টি গোল করেছেন তিনি। 
 
মেসি পিএসজিতে আসার পর ক্লাবটির সমর্থকদের মনে ঝড় বয়ে যায়৷ প্রত্যেকে বেশ খুশি হন।
 
মেসি যে শুধু পিএসজির সমর্থকদের খুশির কারণ হয়েছেন তা নয়। ক্লাবের কর্তাদেরও বেশ খুশি করেছেন। কারণ শুধুমাত্র মেসির কল্যাণে ২০২১ সালে ১০ লাখেরও বেশি জার্সি বিক্রি বিক্রি করেছে ক্লাবটি৷ এরমধ্যে মেসির জার্সিই ৩০-৪০ ভাগ। 
 
তাছাড়া মেসি পিএসজিতে আসার পর নতুন বড় ৮টি প্রতিষ্ঠান পিএসজির স্পন্সর হয়েছে। আগে থেকেই পিএসজির স্পন্সর হিসেবে থাকা নাইকি ও কোকাকোলার মত বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো তাদের চুক্তির মেয়াদ বাড়িয়েছে৷ এর মধ্যে নাইকিই চুক্তি করেছে ২০৩২ সাল পর্যন্ত। এ সময়ে প্রত্যেক বছরে তারা ৭৫ মিলিয়ন ইউরো করে দেবে। সূত্রঃ মার্কা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ