জাবিতে ছাত্রলীগের মহড়ার মধ্যেই ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলকে প্রতিরোধ করতে বৃহস্পতিবার সকাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্নস্থানে অবস্থান নেয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকা ব্যাঙডেবা গ্রামের হেডম্যান আলী আহমদকে কূপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানিয়েছে -৩০ জনের অধিক একদল দূর্বৃত্ত/ডাকাতদল আলী আহমদের ব্যাঙডেবাস্থ বাড়িতে প্রবেশ করে তাকে কূপিয়ে ও গুলি করে হত্যা করে।
রামু থানা পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
জানা গেছে- নিহত হেডম্যান আলী আহমদ দীর্ঘদিন বন রক্ষায় অসামান্য অবদান রেখে আসছিলেন। তিনি ৬ সন্তানের জনক। আলী আহমদের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হত্যাকারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।