ইরানে ভবন ধসে নিহত ৬

ইরানে একটি ১০ তলা বিশিষ্ট ভবন ধসে অন্তত ৬ জন নিহত ও ডজনেরও বেশি মানুষ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।
শুক্রবার অনুষ্ঠিত এক বার্ষিক সাংবাদিক সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র লাভরভ এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাশিয়া-চীন উধ্বর্তন আদান-প্রদানের ব্যবস্থা বৈচিত্র্যময় ও কার্যকর। কারণ দুই দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের নিয়মিত বৈঠক এবং বিভিন্ন উর্ধ্বতন আদান-প্রদান ব্যবস্থা খুব কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, ২০২১ সালে রাশিয়া-চীন দ্বিপাক্ষিক বাণিজ্যিক পরিমাণ নতুন রেকর্ড সৃষ্টি করেছে, যা দু’দেশের সহযোগিতার প্রমাণ। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।