ধামরাইয়ে পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা, খুনি আটক
ঢাকার ধামরাইয়ে মাটির ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মোঃ ফরহাদ হোসেন (৪৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। এই ঘটনায় জাকারিয়া নামের একঘাতককে এলাকাবাসী আটক করে
কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো মো.আবদুল্লাহ (৩) এবং মোসা.সাইখা (২)। রবিবার বেলা ১১ টার দিকে আবদুল্লাহ পুকুর পানিতে পড়ে যায়। সে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রোসনাবাদ গ্রামে মো.আলামিন মিয়ার ছেলে।
একই দিন দুপুর দেড়টার দিকে সবার অলক্ষ্যে সাইখা পুকুর পড়ে ডুবে যায়। সাইখা পৌরশহরের নাচনাপাড়া এলাকার মো.মনিরুল ইসলামের মেয়ে। উভয়কে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।