কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন দিলেন আন্তঃসত্ত্বা স্ত্রী
রাজধানীর শাহজাহানপুরে পারিবারিক কলহের জেরে পাপিয়া সারোয়ার মিম নামে এক গৃহবধু নিজের গায়ে নিজে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরের দিকে
সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহত হয়েছেন।
রোববার (১৬ জানুয়ারি) বিকালে তালা উপজেলার জাতপুরের পেয়ারাতলা নামক স্থানে খুলনা-পাইকগাছা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে আব্দুর রশিদ মোড়ল (৬০) ও শুকুর মোড়লের ছেলে জিল্লুর রহমান মোড়ল (৫৮)।
এছাড়া আহত আবু তালেব (৭০) একই গ্রামের মোজাম মোড়লের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন মোটর সাইকেল আরোহী খুলনার চুকনগর থেকে তালার জাতপুরের দিকে আসছিলেন। এ সময় জাতপুর পেয়ারাতলা নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত ও একজন আহত হন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি (খুলনা মেট্রো-জ-১১-০০২৪) তালার জাতপুর ক্যাম্পের পুলিশ আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।