এবার বাইডেনসহ ৯৬৩ মার্কিন নাগরিকের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

ইউক্রেনে রাশিয়ার অভিযানের শুরু থেকেই ইউক্রেনের পক্ষে অবস্থান নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন ইস্যুতে মস্কোর ওপর
সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং জনগণের শান্তি রক্ষার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ২০২১ সালে রাজনীতি ও আইনের ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির কার্যক্রম বাস্তবায়ন হয়েছে। দেশের রাজনৈতিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষার দুটি ক্ষেত্রে সার্বিক সংস্কার গভীরতর, এবং সকল অশুভ শক্তির দমনসহ নানা ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। শি জিনপিং বলেন, রাজনৈতিক ও আইনী কার্যক্রমে সিপিসির সার্বভৌম নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। সিপিসি’র শত বছরের পরিশ্রমী ইতিহাসে মেধা ও শক্তির প্রয়োগ হয়েছে। পার্টির বিভিন্ন পর্যায়ের কমিটিকে যথা সময়ের মধ্যে রাজনৈতিক ও আইনী কার্যক্রমের যাবতীয় সমস্যা সমাধান করতে হবে, যাতে আরও নিরাপদ ও আইনানুগ চীন গঠন সম্ভব হয় এবং সিপিসি’র বিংশতম কংগ্রসের সফল আয়োজন নিশ্চিত হয়। জানা গেছে, চীনের কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ও আইনী সম্মেলন শনিবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং রাজনৈতিক ও আইন কমিশনের সম্পাদক কুও মেং খুন সম্মেলনে শি জিনপিংয়ের সাথে গুরুত্বপূর্ণ এক ভাষণ উপস্থাপন করেন। সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।