Inqilab Logo

মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯, ২২ শাওয়াল ১৪৪৩ হিজরী

করোনায় আক্রান্ত জিএম কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি করোনা আক্রান্ত হয়েছেন। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গত শনিবার কোভিড পরীক্ষা করলে গতকাল রোববার তার রিপোর্ট পজেটিভ আসে। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যানের নেতিবাচক কোন উপসর্গ ছাড়াই তিনি ভালো আছেন, সুস্থ্য আছেন। শারিরীক সুস্থ্যতার পাশাপাশি তার মনোবল অটুট আছে। গোলাম মোহাম্মদ কাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসভবনে বিশ্রামে আছেন। নিয়মিত ঔষুধ এবং খাবার গ্রহণ করছেন। তিনি সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে গতবছরের জানুয়ারি মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন জিএম কাদের। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনায় আক্রান্ত জিএম কাদের

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ