Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভাঙা সড়ক মাটি ও ঘাস দিয়ে ভরাট করে মামলাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

এএফএম ফারুক চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) থেকে

ছাতকে এই প্রথমবারের মতো সরকারি সড়ক ভেঙে সাড়ে ৩ লাখ টাকা ক্ষতিগ্রস্ত করায় এলজিইডি কর্তৃক থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলাকে ভিন্নখাতে প্রবাহের লক্ষ্যে প্রতারণার মাধ্যমে বিবাদি জুনাব আলী ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। মামলাকে মিথ্যে প্রমাণ করার অপপ্রয়াস চালাচ্ছেন। জানা যায়, ছাতক উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক নির্মিত পালপুর-খুরমা-কৈতকও পালপুর-জাতুয়া সড়কের মর্যাদ এলাকায় মৎস্য খামার দিয়ে পাকা সড়ক ভেঙে ব্যাপক ক্ষতিসাধন করায় সাড়ে ৩ লাখ টাকার মামলা দায়ের করা হয়েছে। দক্ষিণ খুরমা ইউপির মর্যাদ গ্রামের ইউনুছ আলীর ছেলে সাবেক ইউপি সদস্য জুনাব আলীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার বাদি হয়ে ছাতক থানার নন এফআইআর প্রসিকিউশন নংÑ১০০/২০১৬ইং, তাং ১১.৯.২০১৬ ধারা ৪৩১দঃবিঃ মামলা দায়ের করেন। একই অভিযোগে জুনাব আলীর বিরুদ্ধে ছাতক থানার সাধারণ ডাইরী ১৩৫/২০১৬ইং, তাং ৩.৯.২০১৬ইং করা হয়। এসআই তারিকুল ইসলাম স্থানীয় লোকদের সাক্ষ্য গ্রহণও ক্ষতিগ্রস্ত সরকারি রাস্তার সরেজমিন ছবি সংগ্রহ করে থানার জিডি নং ৪৯৯, তাং-১০.০৯.২০১৬ইং মূলে ডাইরী করে বিবাদী জুনাব আলী জাতুয়া-পালপুর রাস্তার পাশে রাস্তা বরাবর খাড়াভাবে সরকারের বাধা-নিষেধ অমান্য করে ৩শ’ ফুট লম্বা পুকুর কেটে সড়কের সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি সাধন করেন। এতে এলজিইডি থেকে ১৪জুলাই থানায় লিখিত অভিযোগ দিলে তদন্তের পর এই মামলাটি রুজু করা হয়। মামলা দায়েরের পর ভাঙা রাস্তায় ঘাসসহ মাটি এনে ক্ষতিগ্রস্ত রাস্তা এখন ভরাটের পাঁয়তারা চালাচ্ছে। যদিও পুকুর কাটার সময় এলজিইডি একাধিকবার তাকে মৌখিকভাবে সড়কের ক্ষতি না করতে বললেও জুনাব আলী সন্ত্রাসী কায়দায় খাড়াভাবে পুকুর কেটে ৩শ’ ফুট সড়কের ক্ষতি সাধন করে। এলাকাবাসী জানান, জুনাব আলী আদালতকে প্রতারিত করার লক্ষ্যে ভাঙা সড়কে দায়সাড়াভাবে মাঠি ভরাট করে ছবি তুলে আদালতে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে। এভাবে আদালতের চোখে ধুলো দেয়ার বিষয়টিকে এলাকাবাসী শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা বলে অভিহিত করছেন। তবে সড়কের ভাঙনে ঘাস, লতা-পাতা ও মাঠি ভরাট করলেও ভেতরে রয়ে গেছে গভীর সুড়ঙ্গ। তারা জুনাব আলীর এই প্রতারণার নিন্দা ও প্রতিবাদ জানান। এব্যাপারে মামলার বাদি উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র তালুকদার বলেন, একাধিকবার বাধা-নিষেধ উপেক্ষা করে জুনাব আলী পুকুর কেটে সরকারি সড়কের ব্যাপক ক্ষতি করে। এখন সে সরকারি মামলাকে মিথ্যা প্রমাণ করতে ঘাস, লতা-পাতা ও মাঠি দিয়ে ভাঙা রাস্তার উপর আবরণ দিয়ে আদালতকে প্রতারণা করার অপচেষ্টা করে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাঙা সড়ক মাটি ও ঘাস দিয়ে ভরাট করে মামলাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ