তালেবানের নির্দেশ অমান্য করলেন টিভি সঞ্চালিকারা

বাঁধন যত শক্ত হচ্ছে, ততই তা কেটে বেরোনোর প্রবণতাও বাড়ছে আফগানিস্তানে। বিশেষ করে মহিলাদের মধ্যে।
লকডাউনের মধ্যে পার্টি করে বর্তমানে প্রবল বিতর্কের মধ্যে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এবার নিজের ইমেজ বাঁচাতে তিনি কোভিড-১৯ বিধি পরিবর্তনের পরিকল্পনা করছেন।
জানা গেছে, করোনাভাইরাসে সংক্রমিত হলে সেল্ফ কোয়ারেন্টিন বা স্বেচ্ছায় সঙ্গনিরোধে যাওয়ার জন্য কোনো আইনি বাধ্যবাধকতা না রাখার পরিকল্পনা করছে যুক্তরাজ্যের সরকার। এ বিষয়ে রোববার একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বরিস জনসন করোনাভাইরাস নিয়ে জরুরি আইন স্থায়ীভাবে প্রত্যাহার করতে চান। তিনি বলেন, এ ব্যাপারে সরকারি নির্দেশনা থাকবে। তবে জরিমানা বা আইনগত শাস্তিমূলক ব্যবস্থাকে কম গুরুত্ব দেওয়া হবে।
জানা গেছে, বসন্তকালের শুরুর দিকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। গত সপ্তাহে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনা পরীক্ষায় দুবার নেগেটিভ ফল এলে স্বেচ্ছায় সঙ্গনিরোধ সাত দিন থেকে কমিয়ে পাঁচ দিন করা হবে বলে ঘোষণা দেন। সূত্র: দ্য টেলিগ্রাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।