Inqilab Logo

সোমবার, ২৩ মে ২০২২, ০৯ জ্যৈষ্ঠ ১৪২৯, ২১ শাওয়াল ১৪৪৩ হিজরী
শিরোনাম

তিন মাস পর লন্ডন গেলেন কোকোর স্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ১২:৪০ পিএম

প্রায় তিন মাস ঢাকায় অবস্থানের পর লন্ডনে গেছেন খালেদা জিয়ার পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান।

রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, গতকাল (রোববার) সন্ধ্যায় কোকোর স্ত্রী শর্মিলা রহমান লন্ডন গেছেন।

এর আগে গত বছরের (২০২১) ২৫ অক্টোবর লন্ডন থেকে ঢাকা আসেন শর্মিলা রহমান। এতদিন তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখভাল করছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় অবস্থানকালে মারা যান আরাফাত রহমান কোকো। তারপর থেকে যুক্তরাজ্যের লন্ডনে থাকেন স্ত্রী শর্মিলা রহমান ও দুই মেয়ে। মাঝে মাঝে ঢাকায় এসে শাশুড়ি খালেদা জিয়ার বাসায় থাকেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লন্ডন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ