Inqilab Logo

সোমবার, ১৬ মে ২০২২, ০২ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৪ শাওয়াল ১৪৪৩ হিজরী
শিরোনাম

রোহিতের কাঁধেই আসছে সব দায়িত্ব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ১:৪১ পিএম
কোহলির জায়গায় কে নেবে দায়িত্ব? কে হবে ভারতের লাল বলের পরবর্তী অধিনায়ক। বেশ কয়েকজনের নাম। কিংবদন্তি সুনীল গাভাস্কার বলেছেন ঋসভ পন্তকে দেয়া হোক অধিনায়কত্ব। 
 
তবে বিসিসিআইয়ের সূত্র বলছে ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হবে রোহিত শর্মাকেই৷ বর্তমানে তিনি টি-টোয়েন্টি ও ওয়ানডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন রোহিত। 
 
রোহিতের টেস্টের অধিনায়কত্ব পাওয়ার বিষয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইনসাইড স্পোর্টকে বলেছেন, ‘কোনো সন্দেহ ছাড়াই ভারতের নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা।’
 
এদিকে হঠাৎ করে পরশুদিন কোহলি অধিনায়কের পদ ছাড়েন। ২০১৪ সালে তৎকালীন অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি টেস্ট থেকে অবসর নিলে অধিনায়ক হন কোহলি৷ তবে কোহলি দীর্ঘ সাত বছরে আইসিসির কোন শিরোপা জিততে পারেননি৷


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ