বরগুনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি ট্রাক শ্রমিকদের

অফিস দখল নিয়ে সংঘর্ষে শ্রমিক নেতাসহ তিনজন আহত হওয়ার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন
ময়মনসিংহের নান্দাইলে নিজেদের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করে সেই ট্রাক্টর চালিয়ে বাড়ি যাচ্ছিলো চাচাতো দুই ভাই। হঠাৎ ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একটি পুকুরে পড়ে যায়। এসময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে দুই ভাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সোমবার রাতে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মো. তাহের উদ্দিনের ছেলে মো. মোস্তুফা (৩২) ও আব্দুছ ছাত্তারের পুত্র রাহাত মিয়া (২২) ট্রাক্টর দিয়ে নিজেদের জমিতে চাষ করে বাড়ি ফিরছিলেন। ওই সময় ট্রাক্টরটি চালাচ্ছিলেন মোস্তুফা আর পাশেই বসা ছিলো তারই চাচাতো ভাই রাহাত মিয়া। এক পর্যায়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পড়ে যায় রাস্তার পাশের একটি পুকুরে। এসময় তারা দুইজন ট্রাক্টরটির নিচে পড়ে গিয়ে পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।