সিলেট মোগলগাঁও ইউনিয়নের ৪৩ টি গ্রামের ১১ হাজার পরিবার পানিবন্দি!

সিলেটের সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ৪৩ টি গ্রাম বন্যায় কবলিত। ১১ হাজার পরিবারের লোকজন পানিবন্দি
বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার অভিযান চালিয়ে কারোনা পরিস্থিতিতে বাসে অতিরিক্ত যাত্রী বহন ও অবৈধ বালু ব্যবসায়ীর কাছ থেকে ৫২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান এ অভিযানের নেতৃত্ব দেন। সকাল থেকে দুপুর পর্যন্ত মোরেলগঞ্জ-শরণখোলা সড়কের পল্লীমঙ্গল এলাকায় অভিযানে স্বাস্থ্যবিধি লংঘনে দিদার পরিবহনের চালক বিপ্লব মল্লিককে ১ হাজার টাকা , বলেশ্বর পরিবহনের ২ যাত্রীকে ৪ শ’ , ইজিবাইক চালককে ২ শ’ , লাভলু স্টোরের মালিক কে ৫ শ’ টাকা সহ ২ হাজার ১ শ’টাকা ও পল্লীমঙ্গলের অবৈধ বালু ব্যবসায়ী লোকমান হোসেনকে ৫০ হাজার টাকা সহ ৬ জনের কাছ থেকে ৫২ হাজার ১ শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।