পরশুরামে র্যাব-পুলিশের মারামারিতে ৪ পুলিশ সদস্য আহত

ফেনীর পরশুরাম উপজেলার ডাকবাংলা মোড়ে র্যাব- পুলিশের মারামারিতে পুলিশের ৪ জন আহত হওয়ার খবর পাওয়া
চাঁদপুরে সিনিয়র আইনজীবী অ্যাডঃ আব্দুল্লাহ হিল বাকীর উপর পুৃলিশের হামলার প্রতিবাদে আইনজীবীরা প্রতিবাদ সভা করেছে। মঙ্গলববার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সভাপতি অ্যাডঃ আহসান হাবিব।
সাধারন সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবীসহ অনান্য আইনজীবীরা।
সভায় আইনজীবীরা হামলার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে কঠিন ব্যাবস্থা নেয়ার দাবি জানান। সভা শেষে আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন।
উল্লেখ সোমবার দুপুরে আইনজীবী অ্যাডঃ আব্দুল্লাহ হিল বাকী কাজ শেষে ড্রেস পড়া অবস্থায় যাওয়ার পথে চাঁদপুর শহরের বাসষ্ট্রান্ড এলাকায় চাঁদপুর মডেল থানার এএসআই হিমন তার ব্যবহৃত হেলমেট দিয়ে তাকে মাথায় আঘাত করেন। বর্তমানে আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।