মন্ত্রীর ফটোসেশনের পর ত্রাণের প্যাকেট ফিরিয়ে নেন!

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ত্রাণ দেবেন। এমন খবরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদরে
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় কৃষি জমি চাষ করার পাওয়ার টিলার উল্টে দুই জন নিহত হয়েছে। এর মধ্য একজন চালক এবং অপরজন হেলপার বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম বইছে। নিহতরা হল- উপজেলার আতকাপাড়া গ্রামের তাহের উদ্দিনের পুত্র মো: মোস্তফা এবং আঃ সাত্তারের পুত্র মো: রাহাদ মিয়া (২২)। সোমবার (১৭) রাত ৯ টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা বাজার সংলগ্ন আতকাপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতদের লাশ হাসপাতালে রাখা হয়েছে। তাদের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো: আঃ মালেক জানান, স্থানীয় চামটা বাজার এলাকার মেইনরোড থেকে একটু ভিতরের দিকে একটি মাটির রাস্তা দিয়ে পাওয়ার টিলারটি যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এতে চালক ও হেলপার চাপা পড়ে। পরে স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানের কর্তব্যরত চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।