সেতু ভেঙে তালতলীতে ভোগান্তি

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ও ছোটবগী ইউনিয়নের ছাতনপাড়া ও ঠংপাড়া সংযোগ সেতুটি ভেঙে যাওয়ায় ১০
আবাদী জমি রক্ষায় নাটোরের সিংড়ায় মানববন্ধন করেছেন এলাকাবাসি। আবাদী জমি নষ্ট করে অবাধে পুকুর খনন বন্ধের দাবিতে গত সোমবার উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড়সাঐল বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্থানীয় ব্যবসায়ী নাজমুল ইসলাম, বড়সাঐল সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রমিজুল ইসলাম, পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাক, কৃষক আব্দুল খালেক, কৃষক শরিফুল ইসলাম, সাংবাদিক খলিল মাহমুদ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সিংড়া উপজেলার বিভিন্ন স্থানে তিন ফসলী জমি ভেকু (এস্কেভেটর) দিয়ে পুকুর খননের ফলে পানিবদ্ধতা সৃষ্টিসহ প্রতিবছর কমছে আবাদী জমি। উপজেলা কৃষি অফিস জানিয়েছেন গত এক বছরে প্রায় এক হাজার হেক্টর আবাদী জমি নষ্ট হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।