মন্ত্রীর ফটোসেশনের পর ত্রাণের প্যাকেট ফিরিয়ে নেন!

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ত্রাণ দেবেন। এমন খবরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদরে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত তেরোজন।
মঙ্গলবার রাত ১২ টার দিকে সোহরাওয়ার্দী হলের মোড়ে ছাত্রলীগের দুই বগিভিত্তিক গ্রুপ বিজয় এবং সিএফসির মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি করে। এসময় ককটেল বিস্ফোরণেরও শব্দ পাওয়া যায়।উভয় গ্রুপই শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।
প্রক্টর(ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বলেন, দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছিল। আমরা পুলিশি সহায়তায় পরিস্হিতি নিয়ন্ত্রণে এনেছি। দুই গ্রুপ এখন নিজ নিজ হলে অবস্থান করছে। নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।