Inqilab Logo

রোববার, ২৯ মে ২০২২, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৭ শাওয়াল ১৪৪৩ হিজরী
শিরোনাম

সিলেটে অগ্নিকান্ডে পুড়ে গেছে একটি দোকান

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ২:৪৯ পিএম

সিলেট নগরীর টিলাগড়ে এক অগ্নিকান্ডে পুড়ে ভস্মিভূত হয়েছে একটি দোকান । এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১৫ লাখ টাকার, এমন দাবী দোকান মালিকের। স্থানীয়রা জানান, আজ বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে টিলাগড় ময়মুন্নেছা মার্কেটের ‘জেন্টস ফ্যাশন’ নামের ওই দোকানে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুনে ভস্মীভূত হয় ওই কাপড়ের দোকানের সব মালামাল। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন আগুন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা। দোকানের মালিক সাগর আহমেদ সৈকত বলেন, সকাল নয়টার দিকে স্থানীয়দের মাধ্যমে দোকানে অগ্নিকান্ডের খবর পান তিনি। এর ১০ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই পুড়ে যায় তার দোকান। এতে দোকানের এসি, ডেকোরেশন, কাপড়সহ সব মালামাল পুড়ে প্রায় পনের লাখ টাকার মতো ক্ষতি সাধিত হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ