Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইয়েমেনে সউদী জোটের পাল্টা বিমান হামলা, নিহত ১১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ৪:০৩ পিএম

সংযুক্ত আরব আমিরাতে হামলার জবাবে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সউদী আরবের নেতৃত্বাধীন জোট। এই হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। ভুক্তভোগীদের পরিবার ও চিকিৎসকদের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আকরাম আল আহদাল নামে একজন নিহতের আত্মীয় জানান, ১১ জন নিহত হয়েছেন। ধ্বংসাবশেষ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। দুটি ভবনে বিমান হামলাটি চালানো হয়। হামলার পর ভবন দুটি ধসে পড়ে।

এর আগে সউদী নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্য সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ড্রোন হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে তিনজন নিহত হন। নিহতদের দু’জন ভারতীয় এবং অন্যজন পাকিস্তানি নাগরিক। এই হামলার জবাবেই গতকাল মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানায় সউদী জোট বিমান হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়েমেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ