মন্ত্রীর ফটোসেশনের পর ত্রাণের প্যাকেট ফিরিয়ে নেন!

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ত্রাণ দেবেন। এমন খবরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদরে
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের হাতে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া সিদ্দিক সরদার (৩৫) কে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেছে।
জানাযায়, মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানা পুলিশের কুইক রেসপন্স টিম গোপন সংবাদের ভিত্তিতে এসআই জেন্নাতের নেতৃত্বে উপজেলার ২ নং ধানিসাফা ইউনিয়নের আলগি পাতাকাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সিদ্দিক পশ্চিম পাতাকাটা এলাকার মৃত. আকাব্বর সরদারের ছেলে।
এসআই জেন্নাতের জনান, মাদক ব্যবসায়ী স্থানীয় আলগী বাজারে চায়ের দোকানের পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, পুলিশ বাদি হয়ে সিদ্দিক সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আজ বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।