রায়গঞ্জে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানায় নিখোঁজের ৬ দিন পর রাশিদুল ইসলাম (১৪) নামের স্কুল ছাত্রের গাছের সাথে হাত ও গলা বাধা অর্ধগলিত লাশ বাঁশ বাগান
বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর হাবিবুল্লাহ হাওলাদার (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারী) সকালে মোরেলগঞ্জ উপজেলার মধ্য বিশারীঘাটা গ্রামের কৃষক আউয়াল হাওলাদার নিজ বাড়ির বাগানে তার ছেলের মরদেহ দেখতে পান।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাবিবুল্লাহ তার মায়ের সাথে কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। ১২ ঘণ্টা নিখোঁজ থাকার পর সকালে বাগানে তার মৃতদেহ পাওয়া যায়।
আউয়াল হাওলাদার বলেন, সারারাত খুঁজে হাবিবুল্লাহর কোনো সন্ধান পাইনি। সকালে দেখি বাগানে পড়ে আছে। গলায় ফাঁস লাগানো।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল বলেন, হাবিবুল্লাহর মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।