কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন দিলেন আন্তঃসত্ত্বা স্ত্রী
রাজধানীর শাহজাহানপুরে পারিবারিক কলহের জেরে পাপিয়া সারোয়ার মিম নামে এক গৃহবধু নিজের গায়ে নিজে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরের দিকে
রাজশাহীতে বেলপুকুর থানার কিসমত জামিরা গ্রাম থেকে র্যাব-৫ অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম খয়বর হোসেন ওরফে সুকুমার (৪৫)। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার মধুবন গ্রামে। বুধবার সকালে র্যাব জানায়, ব্যাটারিচালিত একটি ভ্যান গাড়িতে চড়ে হেরোইন নিয়ে যাচ্ছিলেন খয়বর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে ধরতে র্যাবের একটি দল কিসমত জামিরা গ্রামে চেকপোস্ট বসায়। ভ্যানটি চেকপোস্টের সামনে গেলে খয়বর কৌশলে পালানোর চেষ্টা করেন।
এ সময় হেরোইনসহ তাঁকে ঘটনাস্থলে আটক করা হয়। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে র্যাব জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।